Saturday, September 24, 2016

মানুষটি ছোট্ট হতে পারে কিন্তু তার স্বপ্ন অনেক বড়...

নিম্নবিত্ত পরিবারে বস্তির ঘন্ধ গায়ে মেখে জন্মালেও, এই ছেলেটি রঙিন স্বপ্ন চোখে মেখে পৃথিবীর আলো প্রথম দেখেছিলো সেদিন...
কিন্তু স্কুল জীবনের দুই-তিন সিঁড়ি পাড় করতে না করতেই স্বপ্ন পূরনের পথে বাঁধা হয়ে দাঁড়ালো পায়ের এক পঁচন ইনফেকশন। জীবন বাঁচাতে তাকে বিসর্জন দিতে হলো বাম পা টি... তাই বলে কি পায়ের সঙ্গে সঙ্গে বিসর্জন দিতে হবে তার সেই রঙিন স্বপ্নগুলোকেও ???? :-( :-(

নাহ!! কখনোই না!!!!!!! কোনভাবেই  তার স্বপ্নের মৃত্যু হতে সে দিবে না!!!!
এইবার স্বপ্নকে বাঁচাতে হবে... স্বপ্নকে বাঁচাতে দুই হাতে তুলে নিলো দুটি স্ক্রেচ যার একটির নাম আত্মবিশ্বাস আর অন্যটির নাম ইচ্ছাশক্তি। এই আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তিকে পুঁজি করে স্বপ্ন পূরনের যুদ্ধে জয়ী হওয়ার জন্য পিঠে একটা ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে এইভাবে কাঠের স্ক্রেচে ভর করে খোঁড়াতে খোঁড়াতে মুখে জয়ের হাসি নিয়ে  প্রতিদিন স্কুলে যায় এই ছোট্ট স্বপ্নবাজ সৈনিক।
মানুষটি ছোট্ট হতে পারে কিন্তু তার স্বপ্ন অনেক বড়... আর মানুষ কিন্তু তার স্বপ্নের সমান বড়...!!!

No comments:

Post a Comment