Saturday, September 24, 2016

আমাদের মানবতা আজ কোথায়???

"ভায়ের মায়ের এত স্নেহ কোথায়
গেলে পাবে কেহ..
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই
দেশেতে মরি..!!"

-আচ্ছা একটু ভাবুন তো...
এই ছোট্ট কোমলমতি অবুঝ বাচ্চাগুলোর কখনো  কি তাদের ভায়ের মায়ের একটুস্ খানি স্নেহ-ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে???
কখনো কি একটু পেট পুরে তিন বেলা দুমুঠো খাওয়ার সৌভাগ্য হয়েছে???
কখনো কি সুন্দর একটা জামা পড়ে ঈদ করতে পেরেছে?? :-( :-(

এই সবগুলো প্রশ্নের উত্তর 'না' তে এসেই দাঁড়াবে, কারন এই ছোট্ট বাচ্চাগুলোর এই বয়সে থাকার কথা ছিল বাবা-মায়ের কোলে অথচ আজ পেটের জ্বালায় নেমে পড়েছে তারা আজ জীবন সংগ্রামে...
ইট ভাঙ্গার জন্য তুলে নিয়েছে হাতে হাতুড়ি। ওরা অবুঝ.. ওরা বুঝেনা ওদের ঐ কচি আঙ্গুলে হাতুড়িটা পড়লে আঙ্গুলের কি অবস্থা হবে???? :'( :'(
ওরা শুধু বোঝে,  যে করেই হোক বেঁচে থাকার জন্য পেটে দুটো দানা দিতে হবে!!!
কখনো লেখাপড়া করার স্বপ্ন দেখাতো দূরে থাক্ একটা নতুন জামা পরার জন্য কল্পনা করার সাহসটুকুও পায়নি!!!!

আমাদের মানবতা আজ কোথায়??? একটুও কি মায়া হয় না এই অবুঝ পথশিশুদের জন্য??? একটুও কি ওদের কষ্ট দেখে চোখের কোণে এক ফোঁটা জল আসে না???? :'( :'(
তবে আসুন না, এদের মুখে একটু খানি হাসি ফোঁটাই... এই ঈদে অন্তত আপনি একটা পথশিশুকে একটা নতুন জামা কিনে দিন..!!!



No comments:

Post a Comment