Sunday, September 18, 2016

নীল, মায়া অতঃপর কবিতা-১

চোখে চশমা পড়ে মায়া। কেন জানি মনে হয় মেয়েটা চশমার ফ্রেমে ওর চোখের সৌন্দর্য্যতাকে ঢেকে রাখতে চায়। সম্ভবত কাউকে সে জানতেই দিতে চায় না যে, ওর চোখের অর্ধশতভাগ সৌন্দর্য্য ওই চশমার ফ্রেমের আড়ালেই লুকিয়ে থাকে। :-) ;-)

মায়ার বাঁকা ধনুকের মতো ভ্রু।  আর কাজল ছাড়া ওর চোখের সৌন্দর্য্য পূনর্তা পায় না- এ কথা বললে সম্ভবত খুব ভুল করা হবে। বরং ওর ঐ মায়াবী দুটি চোখে যদি কাজলকে স্থান না দেয়া হয়, তবে কাজলের নিজস্ব সৌন্দর্য্যতা প্রকাশে অসম্পূর্নতা থাকার সম্ভাবনাটাই যেন একটু বেশি। :-D

No comments:

Post a Comment